Purba Bardhaman : প্লাস্টিকের সঙ্গে বিটুমিন মিশিয়ে তৈরি নীল রাস্তা !

আরও পড়ুন

শুধু দেশেই নয়, রাজ্যে এই প্রথম তৈরি হয়েছে প্লাস্টিকের সঙ্গে বিটুমিন মিশ্রিত নীল রঙের সড়ক। এই রাস্তাটি তৈরি হয়েছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) রায়নায়। রায়না ২ নম্বর ব্লকের একলক্ষ্মী টোল প্লাজা থেকে রাউতারা সেতু পর্যন্ত এই নতুন রাস্তার উদ্বোধন করেছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

সূত্রের খবর, এই রাস্তাটি তৈরিতে মোট খরচ হয়েছে ২২ লক্ষ ৯৭ হাজার টাকা। বিটুমিনের সঙ্গে প্লাস্টিক এবং প্লাস্টিক জাতীয় সামগ্রী মিশিয়ে এমনই একটি রাস্তা তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই রাস্তার ওপর নীল রঙের কোট দেওয়া হয়েছে রাস্তাটিকে আরও টেকসই করার লক্ষ্যে।গরমের প্রচণ্ড উত্তাপে রাস্তার বিটুমিন গলে যাওয়ার সম্ভাবনা যেমন কম হবে ঠিক তেমনি বর্ষায় এই সড়কে জল জমার সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে।

জেলার প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন, এমনিতেই প্লাস্টিক দূরীকরণে উদ্যোগ নেওয়া হয়েছে গোটা দেশ জুড়ে। প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট-এর আওতায় রাস্তায় নির্মিত বিটুমিনের সঙ্গে প্লাস্টিক মেশানো হচ্ছে। দুটি বিষয় মাথায় রেখে এই ধরনের রাস্তার কথা ভাবা হয়েছে। একদিকে, কম খরচে টেকসই রাস্তা যেমন নির্মাণ সম্ভব হচ্ছে। পাশাপাশি, নীল রংয়ের রাস্তায় সৌন্দর্যায়নের বিষয়টিও রয়েছে।

অল ইন্ডিয়া রোড অ্যাসোসিয়েশন রাস্তার উপর নানা রকম গবেষণা করে জানা গেছে, গরম বিটুমিনে যদি ১০ শতাংশ পর্যন্ত প্লাস্টিক দেওয়া হয় সেক্ষেত্রে এর কোনও বিক্রিয়া হয় না। গরম বিটুমিনে ১০ শতাংশ প্লাষ্টিক মিশিয়ে দিলে রাস্তাটি সাধারণত আরও ঠান্ডা থাকে। বর্ধমানে এমন একটি রাস্তা তৈরি হওয়ায় স্বভাবতই খুশি বর্ধমান-সহ অসংখ্য মানুষ। তবে পরীক্ষায় যদি দেখা যায় এই রাস্তা যুগোপযোগী, সেক্ষেত্রে সারা রাজ্যেই এজাতীয় রাস্তা তৈরির লক্ষেই হাঁটবে রাজ্য।

ফোর্টিন টাইমলাইন, পূর্ব বর্ধমান।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close