Uttar Dinajpur: ডালখোলায় গুলির ঘটনায় আগ্নেয়াস্ত্র-সহ ৩ ব্যক্তি গ্রেফতার

আরও পড়ুন

ডালখোলা গুলি কান্ডে ৩ ব্যক্তিকে গ্রেফতার করল ডালখোলা থানার পুলিশ। উদ্ধার একটি অত্ত্বাধুনিক আগ্মেয়াস্ত্রও। ঘটনাস্থল থেকে তিনটি ব্যবহৃত কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের পুলিশি হেফাজতে আনা হয়েছে।

সূত্রের খবর, গত ২২ মে ডালখোলা থানার ভুষামণি গ্রামের বাসিন্দা আফজল হোসেন নামে এক ব্যাবসায়ীকে পেছন থেকে তিন রাউন্ড গুলি চালায়। ডালখোলা থানা ১২ নম্বর জাতীয় সড়কে ৩ দুষ্কৃতী মোটরবাইকে চেপে এসে গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ ব্যাবসায়ীকে প্রথমে ডালখোলা স্বাস্থ্যকেন্দ্র পরে তাকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয়। পুলিশ তদন্ত নেমে দুষ্কৃতীদের খোঁজ পায়। ডালখোলা থানার পুলিশ সন্ধেহজনকভাবে নিবারণ সরকার, কৌশিক বাড়ুই এবং পঙ্কজ সরকার নামে ৩জনকে গ্রেফতার করে। ধৃত ৩জনকে ইসলামপুর আদালতে পেশ করলে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। জিজ্ঞাসাবাদ করে গুলি করার কথা কবুল করে। তাদের বয়ান থেকেই পুলিশ অত্যাধুনিক অগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি ব্যবহৃত কার্তুজ উদ্ধার করেছে। ঘটনার তদন্ত চলছে।

উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close