সুপ্রিম কোর্টের রায়ে ২৬৯ জন প্রাথমিক শিক্ষকতার চাকরিতে বহাল থাকছেন ২০১৭ তে চাকরি পাওয়া শিক্ষকেরা। সেই মতো অন্যান্য সব জেলায় প্রাথমিক শিক্ষা সংসদের অধীনে শিক্ষকদের যোগদান করানো হলেও উত্তর দিনাজপুর জেলায় ৩৭জন প্রাথমিক শিক্ষকদের জয়েন করানো হচ্ছে না বলে অভিযোগ শিক্ষকদের। সেইমতো সোমবার রাত থেকে উত্তর দিনাজপুর প্রাথমিক শিক্ষা সংসদ প্রাঙ্গণে ধর্না-অবস্থান, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছেন তারা। মঙ্গলবার দুপুরেও উঠে এল একই চিত্র। তাদের দাবি অন্যান্য জেলার মত এই জেলাতেও তাদের শিক্ষক-শিক্ষিকার পদে ৩৭ জনকে যোগদান করাতে হবে ও মাসিক বেতন দিতে হবে।
যদিও রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি জানিয়েছেন- শিক্ষকদের প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এই সমস্যাটি সমাধানে তিনি দ্রুত সচেষ্ট হবেন।
উত্তর দিনাজপুরের প্রাথমিক শিক্ষা সংসদের সামনে থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।