সোমবার রাতে হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স সংস্থার পক্ষ থেকে পালিত হল এভারেস্ট দিবস। রায়গঞ্জ রেল স্টেশনের দু’নম্বর প্লাটফর্মের সামনে রীতিমত প্রজেক্টর লাগিয়ে জনসাধারণকে বোঝানো হয় এই বিশেষ দিনের গুরুত্ব। জনসাধারণও ভিড় জমিয়েছেন এই অভিনব উদ্যোগটি দেখতে ও এর সম্পর্কে জানতে।
সূত্রের খবর, এরই পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে আয়োজিত হচ্ছে রোড কুইজ, যাতে করে সাধারণ মানুষদের কাছে আরও প্রানবন্ত হয়ে উঠছে অনুষ্ঠানটি। প্রসঙ্গত ১৯৫৩ সালের ২৯ মে এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে প্রথম এভারেস্ট শৃঙ্গতে পা রাখেন, তবে থেকেই এই বিশেষ দিনটি সারা বিশ্বে এভারেস্ট ডে হিসেবে পালিত হয়। জনসাধারণকে এই সম্পর্কে অবগত করতেই প্রতি বছরের ন্যায় এবছরও এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক অপর্ণা চক্রবর্তী।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।