রায়গঞ্জ পুরসভার ২৭ টি ওয়ার্ডে ৩৭ জনের পূর্ণাঙ্গ কমিটি গড়লেন রায়গঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পী দাস। সোমবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি সভার আয়োজনে যোগ দিতে এসে এমনই মন্তব্য করেন সভানেত্রী শিল্পী দাস। এদিন তিনি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকা এই সভায় এসে নতুন-পুরনো কর্মীদের মিশেলে ৩৭ জনের একটি কমিটির সদস্যদের নাম সভায় তুলে ধরেন। দলের হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন শহর তৃণমূল মহিলা কমিটির সভানেত্রী শিল্পী দাস। এদিনের সভায় তিনি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা পম্পা সরকার, জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি চৈতালি ঘোষ সাহা ছাড়াও বহু সংখ্যক কর্মী-সমর্থকরা।
রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।