Odisha : পায়েসের হাঁড়িতে পড়ে শিশু হত !

আরও পড়ুন

পাড়ায় চলছিল ভোজের আয়োজন। সদ্য রান্না শেষ করে গামলা ভর্তি পায়েস রাখা হয়েছিল খাওয়াদাওয়া করার স্থানে। গামলা ভর্তি পায়েসটি ঢাকারও সময় পাননি রাঁধুনি। এরই ফাঁকে একটি শিশু খেলতে সেই গামলা ভর্তি গরম পায়েসের মধ্যে পড়ে যায়। তড়িঘড়ি স্থানীয় মানুষ শিশুটিকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন। গত শুক্রবার ঘটনটি ঘটেছিল। সোমবার ওড়িশার একটি জেলা হাসপাতালে মৃত্যু হয় শিশুটির। গত তিনদিন যাবৎ শিশুটির চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই গরম পায়েসে ডুবে যাওয়ার কারনেপ্রায় ৯০শতাংশ পুড়ে গিয়েছিল ওই হতভাগ্য শিশুটির। পুলিশি সূত্রের খবর, মৃত ওই শিশুটির বয়স ৪ বছর। তার বাবার নাম হুতেশকুমার হার্না। বাড়ি ওড়িশার নুয়াপাড়ার রানিমুণ্ডা গ্রামে।

উলেখ্য, গত শুক্রবার হুতেশদের পাড়ায় খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। যেখানে রান্না হচ্ছিল তার সামনেই খেলছিল শিশুটি। প্রতিবেশীরা ওই শিশুটিকে গরম পায়েসের হাঁড়িতে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে শিশুটির অবস্থার অবনতি হলে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। এহেন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় গ্রামটিতে।

ব্যুরো নিউজ, ভুবনেশ্বর, ওড়িশা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close