Uttar Dinajpur : বন্দর আদি কালীবাড়িতে বাৎসরিক পুজো অনুষ্ঠিত

আরও পড়ুন

চিরায়ত প্রথা মেনে বাংলার ১৫ জৈষ্ঠ সন ১৪৩০, ইংরেজির ৩০মে ২০২৩ সাল মঙ্গলবার বন্দর আদি কালীবাড়িতে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হ’ল। কিংবদন্তিতে আছে- জৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের দশমী তিথি অনুসারে রায়গঞ্জের বন্দরের আদি কালী বাড়ির করুণাময়ী কালী মায়ের পুজো হয়। এই বাৎসরিক পূজো অনুষ্ঠান সকাল ৬ টা বেজে ৩০ মিনিট থেকে বিকেল ৪ তে বেজে ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত চলে। পুজো শেষে ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ হয়। দূর দূরান্ত থেকেও প্রচুর ভক্ত সমাগম হয় এই পুজানুষ্ঠানে। মন্দির প্রাঙ্গণটি এই উপলক্ষ্যে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে।

বন্দর আদি কালীবাড়ির প্রধান পুরোহিত ও সেবাইত মৃত্যুঞ্জয় ওরফে বাবুসোনা চট্টোপাধ্যায় জানান, মায়ের কৃপা দৃষ্টি সকলের প্রতি থাকুক এই কামনা করি।

রায়গঞ্জের আদি কালীবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close