Nigeria : অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ,মৃত্যু ১০০ জনের বেশি

আরও পড়ুন

একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য ইমোতে। সূত্রের খবর , ওই দেশের দক্ষিণাঞ্চলীয় রাজ্য ইমোর এগবেমা এলাকায় অবৈধ তেল শোধনাগারে শুক্রবার গভীর রাতে বিস্ফোরণ হয়। ইমোতে পেট্রোলিয়াম রিসোর্সের কমিশনার গুডলাক ওপিয়াহ সংবাদসংস্থাকে জানিয়েছেন – “একটি অবৈধ বাঙ্কারিং সাইটে আগুন লেগে বিস্ফোরণ হয়। যার ফলে ১০০ জনেরও বেশি মানুষ পুড়ে মারা গিয়েছেন।” ওপিয়াহ এটাও জানিয়েছেন- ”মৃতদেহগুলি উদ্ধার করা হচ্ছে”। প্রসঙ্গত ওই অবৈধ তেল শোধনাগারের অপারেটর পালিয়ে গিয়েছেন। তাদেরকে হন্যে হয়ে খুঁজছে সেদেশের পুলিশ।
অন্যদিকে ইমোতে তেল ও গ্যাস উৎপাদনকারী এলাকার সুপ্রিম কাউন্সিলের কমিউনিটি নেতা এবং প্রেসিডেন্ট-জেনারেল কলিন্স আজি বলেন, বনাঞ্চলে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়, পুরো এলাকা ঘন-কালো ধোঁয়াতে ভরে যায়। এটি দুর্ভাগ্যজনক একটি ঘটনা । ঘটনাচক্রে এখনও পর্যন্ত প্রায় ১০৮টি পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ধরনের অবৈধ তেল শোধনাগারগুলি তেল কোম্পানিগুলির মালিকানাধীন পাইপলাইনগুলি থেকে অপরিশোধিত তেল চুরি করে। এরপর তেল শোধন করে বাজারে বিক্রি করে। নাইজেরিয়ায় তেলের পাইপলাইনে ভাঙচুর এবং তেল চুরির ঘটনা প্রায়ই সামনে আসে, যার ফলে বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়।

 

 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close