Malda : মিছিল করে বিক্ষোভ অব্যাহত কুড়মি সমাজের কর্মীদের

আরও পড়ুন

সম্প্রতি কুড়মি নেতাদের গ্রেফতার ও হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেছেন কুড়মি সমাজের কর্মীরা। অবিলম্বে তাদের নেতাদের মুক্তি দিতে হবে এই দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করলেন বামনগোলা ব্লক কুড়মি সমাজের কর্মীরা।

প্রসঙ্গত, বামনগোলা ব্লক আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করলেন কুড়মি সমাজের কর্মীরা। তাদের দাবি- নির্দোষ কুড়মি নেতাদের গ্রেফতার ও হেনস্তা করার প্রতিবাদে, তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বুধবার দুপুরে বামনগোলা ব্লকের মদনাবতি গ্রাম পঞ্চায়েতের ফিচাডাঙা থেকে গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের ছাইতনতলা গ্রাম পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন কুড়মি সম্প্রদায়ের কর্মীরা। তাদের আরও দাবি যে কুড়মি সমাজকে পুনরায় এস টি তালিকায় আনতে হবে সহ বিভিন্ন দাবি জানিয়ে এদিন বিক্ষোভ মিছিল করেন বামনগোলা ব্লক আদিবাসী কুড়মি সম্প্রদায়ের কর্মীরা।

ফোর্টিন টাইমলাইন ,মালদা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close