বুধবার দুপুরে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হল। এদিন দুপুরে সংগঠনের সদস্যরা জেলা শাসকের করণে উপস্থিত হয়ে এই ডেপুটেশন কর্মসূচি পালন করে।
সূত্রের খবর, সমস্ত বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান, সকল শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে স্থায়ী নিয়োগ ও যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ, অবৈধ বদলি প্রত্যাহার মূলত এই দাবি গুলিকে সামনে রেখে এদিনের ডেপুটেশন প্রদান করা হয়। অতিরিক্ত জেলা শাসক হাসিন জোহরা রিজভী এই ডেপুটেশন গ্রহণ করেন।
রায়গঞ্জের কর্ণজোড়া থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।