Kolkata : স্নাতক কোর্সে পাশ কোর্স ৩ বছরেই, অনার্স ৪ বছরের, মন্তব্য মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন

চলতি বছর থেকে কলেজের শিক্ষানীতিতে রদবদল। এবার থেকে কলেজে স্নাতক সম্মানিক কোর্সের জন্য ৪ বছর এবং পাস কোর্সের জন্য ৩ বছর লাগু হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবেই জানিয়ে দেন, পাশ কোর্সের জন্য কোনও নিয়ম বদল হচ্ছে না।

উল্লেখ্য, চলতি সপ্তাহেই বিভিন্ন কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বুধবার রাজ্যের শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, এবার থেকে ৩ নয়, স্নাতক হবে ৪ বছরে। জাতীয় শিক্ষানীতি মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন ঘোষণার পর কিছু জটিলতারও সৃষ্টি হয়। সেই সব জটিলতা এদিন কাটিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পাশ কোর্সের ক্ষেত্রে নিয়মে কোনও রদ-বদল হচ্ছে না। অর্থাৎ, আগের মতোই তিন বছরের পাঠক্রম থাকবে। চার বছরের নিয়ম শুধু ডিগ্রি কোর্সের জন্যই লাঘব করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববাংলা মেলাপ্রাঙ্গণে এবছরের কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী এও জানান, কেউ যদি ২ বছর পড়ার পর ছেড়ে দেযন, তারপর ফের যোগ দিয়ে সেই পড়াশুনো চালিয়ে যেতে চান, সেক্ষেত্রে তাকে সেই সুবিধাও দেওয়া হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে স্নাতকোত্তরে ১ বছরের কোর্স হবে। এতে পড়াশোনা আরও সহজ হবে। রাজ্যের পড়ুয়াদের সুবিধা হবে।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close