Dakhshin Dinajpur : পঞ্চায়েত নির্বাচনের আগে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস মন্ত্রীর

আরও পড়ুন

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম মন্দির সংলগ্ন এলাকায় ৩টি কাজের সূচনা করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঁয়া-সহ অন্যান্য জেলা পরিষদের সদস্য ও বিশিষ্টজনেরা। জেলায় সব মিলিয়ে ১৫টি কাজের শিলান্যাস করার কথা রয়েছে মন্ত্রীর ৷ রাস্তা, পানীয়জল ও টয়লেটের কাজ সহ নানান উন্নয়নমূলক কাজ রয়েছে।

সূত্রের খবর, বোল্লাতে মোট তিনটি কাজের সূচনা করেন মন্ত্রী। যার মধ্যে রয়েছে বোল্লা কালী মন্দির সংলগ্ন এলাকায় কমিউনিটি টয়লেট, বোল্লা মাদ্রাসা কমিউনিটি টয়লেট ও বনহাট থেকে ১০ মাইল রাস্তার কাজের সূচনা করেন মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও জেলায় আরও ১২ টি কাজের সূচনা করেন তিনি। সব মিলিয়ে ৪ কোটি টাকারও বেশি খরচ হবে এই কাজ সম্পাদন করতে৷ এদিন বোল্লায় তিনটি কাজের সূচনাকে ঘিরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ শুধু বালুরঘাট ব্লক নয়, এর পাশাপাশি হিলি ও কুমারগঞ্জে একাধিক প্রকল্পের কাজের সূচনা করেন মন্ত্রী বিপ্লব মিত্র।

দক্ষিণ দিনাজপুরের বালুঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close