Jalpaiguri : ফলের ঝুড়িতে কাঠ পাচারের চেষ্টা বাঞ্চাল বন দফতরের

আরও পড়ুন

ফলের ঝুড়িতে কাঠ পাচারের ছক কষেছিল পাচারকারীরা। তাদের সেই কৌশল বাঞ্চাল করে দিল ডায়না ও চালসা রেঞ্জ। গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান বোঝাই লক্ষাধিক টাকা শাল কাঠ উদ্ধার করেন তারা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নাগরাকাটার সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের খয়েরবাড়ির হাজিপাড়ায়। সেখানে পরিত্যক্ত একটি ফিল্মসিটির পেছনের শুনশান জায়গায় গাড়িতে জঙ্গল থেকে কেটে আনা শাল কাঠগুলি পাচারের জন্য লোডিং এর কাজ চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় বন দফতর। শাল কাঠগুলির ওপরে ফলের ঝুড়ি রেখে পাচারের ছক কষেছিল পাচারকারীরা। বন কর্মীদের আসতে দেখেই পাচারকারীরা সেই স্থান থেকে চম্পট দেয়। চালসা রেঞ্জ পিকআপ ভ্যানটিকে বাজেয়াপ্ত করে নিয়ে যায়।

ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close