Malda : চাঁচল থেকে ২২টি তাজা বোমা উদ্ধার

আরও পড়ুন

বৃহস্পতিবার রাতে বিস্ফোরণে কেঁপে উঠল চাঁচল-২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর এলাকা। এদিন রাত ৮ টা নাগাদ বিকট শব্দে কেঁপে উঠে গোটা এলাকা। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঘটনার খবর পেয়ে চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী রাতেই ঘটনাস্থলে পৌঁছয়।

সূত্রের খবর, একটি নলকূপের ধারে মজুত ছিল বোমা। শুক্রবার সকালে মালদা থেকে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে ২২টি তাজা বোমা উদ্ধার করে সেগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন চাঁচল থানার আইসি এবং চাঁচল মহকুমার এসডিপিও এবং সিআইডি আধিকারিকরা।

এহেন ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ করেনি পুলিশ। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, চাঁচল, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close