Cooch Behar : দিন-দুপুরে বাড়িতে ঢুকে বিজেপি নেতা খুন

আরও পড়ুন

শুক্রবার দিন-দুপুরে বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক বিজেপি নেতা। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায়। এমন ঘটনার খবর চাউর হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর।

সূত্রের খবর, নিহত ওই বিজেপি নেতার নাম প্রশান্ত রায় বসুনিয়া। তিনি দিনহাটার পুটিমারি গ্রাম পঞ্চায়েতের শিমুলতলায় বিজেপি-র ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক ছিলেন। এদিন দুপুরে তিনি বাড়িতেই ছিলেন। মায়ের কাছে দুপুরের খাবারও খেতে চান তিনি। রান্নাঘর থেকে ফেরার সময় তিনি দু’জন দু্ষ্কৃতীকে তার বাড়ির ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে দেখেন। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। এরপর নিজের ছেলেকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে থাকতে দেখেন মা। তার চিৎকার ও গুলির শব্দ শুনে ঘটনাস্থলে দৌড়ে আসেন প্রতিবেশীরা। এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন।

কে বা কারা তাকে কেনও খুন করল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোরও। আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা এলাকাজুড়ে।

ফোর্টিন টাইমলাইন, দিনহাটা, কোচবিহার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close