মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ল করমণ্ডল এক্সপ্রেস। ওড়িশার বালেশ্বর স্টেশনের কাছে রেলগাড়িটি লাইনচ্যুত হয়। যার জেরে রেলগাড়ি চালচল ব্যাহত হয়ে পড়েছে। আতংকেরও সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
সূত্রের খবর, হাওড়ার শালিমার স্টেশন থেকে শুক্রবার দুপুরে রেলগাড়িটি ছাড়ে। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রেলগাড়িটি পৌঁছয় বালেশ্বরে। কাছেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার রেলগাড়িটি। রেলগাড়িটির একাধিক কামরা লাইনচ্যুত হয়েছে বলেই খবর। এই ঘটনায় ১৭৯ জনকে জখম অবস্থায় বালেশ্বরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এই ঘটনায় মৃতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এমন দুর্ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পদেছেন যাত্রীরা।
ফোর্টিন টাইমলাইন, ওড়িশা।