ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করল রিলায়েন্স

আরও পড়ুন

বাতিল হয়ে গেল রিলায়েন্স-ফিউচার গ্রুপ চুক্তি। বিগ বাজারের মালিক হচ্ছেন না মুকেশ আম্বানি। মার্কিন সংস্থা অ্যামাজনের সঙ্গে দীর্ঘ আইনি লড়াই চালিয়েও খুলতে পারা গেল না ফিউচার গ্রুপ। উল্লেখ্য, গত বছর থেকে আর্থিক সংকটে ভোগা ফিউচার গ্রুপের সঙ্গে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বড় অংকের আর্থিক চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে মোট টাকার পরিমাণ ছিল ২৪,৭১৩ টাকা।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি

সূত্রের খবর, রিলায়েন্স এই চুক্তি বাতিল করার কারণ হিসেবে জানিয়েছে, ঋণ দাতারা রাজি না হওয়ার কারণে কিশোর বিয়ানির সংস্থার সঙ্গে এই চুক্তি বাতিল করা হচ্ছে। সম্প্রতি একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে রিলায়েন্স তাদের শেয়ারহোল্ডার এবং ঋণ দাতাদের সঙ্গে এই চুক্তির বিষয়ে আলোচনা করে, সেখান থেকেই এমন মতামত উঠে এসেছে বলে জানা গিয়েছে। 

ফিউচার গ্রুপের প্রতিষ্ঠাতা কিশোর বিয়ানি

উল্লেখ্য, এই ফিউচার রিটেইল গোষ্ঠীর শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছে দুটি নির্দিষ্ট অংশ। আবার এই দুই অংশের মধ্যে এক দিকে রয়েছে বিভিন্ন ফিউচার গ্রুপ কোম্পানিগুলিকে নিয়ে তৈরি হওয়া সিকিওরড ক্রেডিটর এবং আরেকটি হল আনসিকিওরড ক্রেডিটর। এই দুটো গোষ্ঠীকে নিয়েই ফিউচার রিটেইল গোষ্ঠীর সঙ্গে রিলায়েন্স গোষ্ঠীর সঙ্গে চুক্তির কথা হয়েছিল। এই চুক্তির বিষয়ে অসম্মতি প্রকাশ করে সিকিওরড ক্রেডিটর এবং তারা চুক্তির বিপক্ষে ভোট দানও করে। ফলত, কার্যকর হল না রিলায়েন্সের সঙ্গে এই ফিউচার গোষ্ঠীর চুক্তি। 

প্রসঙ্গত, ফিউচার গ্রুপ ২০২০ সালে বেশ আর্থিক সংকটের মধ্যে ছিল। সেই সময় তারা ঘোষণা করেছিল যে, রিলায়েন্স রিটেইল ভেনচারস লিমিটেডকে ১৯ টি খুচরো এবং পাইকারি সংস্থা সহ আরও বিভিন্ন সংস্থা বিক্রি করে দেবে। এর পরিপ্রেক্ষিতেই ২৪ হাজার কোটি টাকার ওই চুক্তিটির ঘোষণা করা হয়েছিল।

এদিকে আবার, আইনি লড়াই চলছে ফিউচার রিটেইল গ্রুপের সঙ্গে ই-কমার্স সংস্থা অ্যামাজনের। অ্যামাজনের তরফ থেকে অভিযোগ, ফিউচার গ্রুপের সঙ্গে তাদের চুক্তি থাকার জন্য তারা আর অন্য কোনও সংস্থার সঙ্গে এভাবে চুক্তি করতে পারে না। রিলায়েন্সের সঙ্গে এই চুক্তি করার পরিপ্রেক্ষিতেই অ্যামাজন সংস্থার সঙ্গে এই ঝামেলার সৃষ্টি হয় মূলত। অন্যদিকে, গত কয়েকদিন যাবৎ শোনা যাচ্ছিল যে, ফিউচার গ্রুপের বিগ বাজারের মতো রিটেইল আউটলেটগুলির নাম নাকি পরিবর্তন হতে পারে। তার কারণ হল, এই সমস্ত রিটেইল আউটলেটগুলির স্বত্ত্ব পাচ্ছে রিলায়েন্স গ্রুপ। কিন্তু, বর্তমানে যা পরিস্থিতি  দেখা যাচ্ছে তাতে ফের এই সমস্ত রিটেইল আউটলেটগুলির আগামী অবস্থা নিয়ে চিন্তার কারণ তৈরি হচ্ছে। 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close