লতা দীননাথ পুরস্কারে সম্মানিত হলেন নরেন্দ্র মোদী

প্রথম প্রচলিত লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে সুরের সম্রাজ্ঞী লতাজীকে সম্মান জানালেন তিনি।

আরও পড়ুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ এপ্রিল, রবিবার প্রথম লতা দীননাথ পুরস্কারে সম্মানিত হলেন। রবিবার মুম্বাইয়ে পুরস্কার গ্রহণের জন্য তিনি একটি অনুষ্ঠানে যোগ দেন করেন। সেই লতা দীননাথ পুরস্কার গ্রহণের সময় নরেন্দ্র মোদী আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রয়াত লতা মঙ্গেশকারকে মোদী মঞ্চ থেকেই তার বড়ো বোন হিসেবে সম্মান দিয়েছিলেন। তিনি আরও বলেন,” আমার কাছে লতা দিদি বড়ো বোনের মতো। আমি সবসময় তার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। অনেক দশক পর আগামী রাখি উৎসবে লতা দিদি উপস্থিত থাকবেন না। “

লতা দীননাথ পুরস্কারে সম্মানিত হয়ে এদিন প্রধানমন্ত্রী গোটা ভারতবাসীর উদ্দেশ্যে পুরস্কারটি উৎসর্গ করেছিলেন। নরেন্দ্র মোদি বলেন,” লতা দিদির মতো বড়ো দিদির নাম এই সম্মান। আমার প্রতি তাঁর ভালোবাসার প্রতীক এই সম্মান। তাই এই সম্মান আমি গ্রহণ করতে না পেরে থাকতে পারি না। ” সূত্রের খবর, সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়ানের পর তাঁর স্মৃতিতেই এই লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারটি চালু হয়েছে। জানা গেছে, এরপর প্রতি বছর থেকে এই পুরস্কার দেওয়া হবে। লতা মঙ্গেশকরের পরিবার এবং মাস্টার দীননাথ মঙ্গেশকরের স্মৃতি একটি সেবা প্রতিষ্ঠান বিবৃতি জানিয়েছে, যেসব মানুষের দেশ গঠনে অননুকরণীয় অবদান থাকবে তাঁরাই এই সম্মমানে সম্মানিত হবেন।

রবিবার দিন অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আরও অনেক গণ্য-মান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের বোন আশা ভোঁসলে। তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই দিন সন্ধেতে তাঁর উদ্দেশ্যে ‘ আয়েগা আনেওয়ালা ‘ গানটি গান। জানা যায় ঘটনাচক্রে, এই দিন ২৪ এপ্রিল মাস্টার দীননাথ মঙ্গেশকরেরও ৮০তম মৃত্যুবার্ষিকী ছিল। এই সম্মান চালু হতে না হতেই প্রথম এই সম্মানে সম্মানিত হন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী সুভাষ দেশাই ও শিবসেনা আদিত্য ঠাকরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য মুম্বাই বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close