Uttar Dinajpur : কালিয়াগঞ্জের কিশোরীর রহস্যমৃত্যুর তদন্তে বিলম্ব হওয়ায় উষ্মা প্রকাশ বিচারপতি রাজাশেখর মান্থার

আরও পড়ুন

দীর্ঘ একমাস অতিক্রান্ত হওয়ার পরও কালিয়াগঞ্জের গাংগুয়া গ্রামে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত শুরু না হওয়ায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা। বৃহস্পতিবার বিচারপতি রাজা শেখর মান্থা রাজ্য সরকারের আইনজীবীর কাছে জানতে এই তদন্তে রাজ্য সরকারের অনীহা কেনও? কেনও আদালতের নির্দেশিত স্পেশাল ইনভেস্টিগেশন টীম বা সীট-কে সহযোগিতা করছে না রাজ্য সরকার। আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে কারন জানানোর নির্দেশ দেওয়া হয়। সীট-এর তদন্তে রাজ্য সরকারের আপত্তি থাকলে তিনি এই তদন্তের দায়িত্ব সি বি আই-এর হাতে তুলে দিতেও পারেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের গাংগুয়া গ্রামের দ্বাদশ শ্রেণির ছাত্রী ধর্ষণ-এর পর খুন হয়। রাজ্য সরকার এই ঘটনার তদন্তভার সি আই ডি-র হাতে তুলে দিলেও পরিবার সেই তদন্তে খুশি হতে পারেনি। ঘটনার পর সি বি আই তদন্তের দাবিতে কলকাতা উচ্চ আদালতে মামলা দায়ের করেছিল। সেই মামলায় গত ১১ মে কলকাতার উচ্চ ন্যায়ালয় এই ঘটনার তদন্তভার ৩ সদস্যের সীটের হাতে তুলে দিয়েছিল। আদালতের নির্দেশের এক মাস অতিক্রান্ত হওয়ার পরও সীট তদন্ত শুরু করতে পারেনি। রাজ্য সরকারের অসহযোগিতায় তদন্ত শুরু করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন। সীটের তরফ থেকে আদালতের কাছে এই আবেদনের ভিত্তিতেই বৃহস্পতিবার উচ্চ আদালতের বিচারপতি এই আদেশ দিয়েছেন।

কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close