Malda : স্বামীর অবৈধ সম্পর্কের জেরে আত্মঘাতী গৃহবধূ

আরও পড়ুন

স্বামীর অবৈধ সম্পর্কের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সদরঘাট এলাকায়। এমন ঘটনায় শোকের ছায়া ছড়িয়েছে এলাকাজুড়ে।

সূত্রের খবর, মৃত ওই গৃহবধূর নাম পূর্ণিমা দাস, বয়স ৩৩ বছর। পরিবারে রয়েছে তার স্বামী মিলন দাস, দুই মেয়ে ও এক ছেলে। বিগত ১৮ বছর আগে পুরাতন মালদা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কোর্ট স্টেশনের ঝন্টু চন্দ্র শীলের মেয়ের সঙ্গে বিয়ে হয় মিলন দাসের। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী মিলন দাস অন্য এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। এনিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। শনিবার রাতেও ফের স্বামী-স্ত্রীর মধ্যে গোলমাল বাঁধে। এরপর রবিবার সকালে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ দেখতে পান তার পরিবারের সদস্যরা। খবর পেয়ে ওই গৃহবধূর বাবা ঝন্টু চন্দ্র শীল-সহ পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। সেখান থেকে গৃহবধূকে তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন।

এবিষয়ে নিহত ওই গৃহবধূর বাবা সুশীল চন্দ্র শীল জানান, মেয়ে বিয়ের পর থেকেই তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এনিয়ে মাঝেমধ্যেই তাদের মধ্যে অশান্তি হ’ত। শনিবার কোনও এক অশান্তির জেরেই তাদের মেয়ে আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ।

অন্যদিকে নিহত ওই গৃহবধুর স্বামী মিলন দাস জানান, তিনি একজন রান্নার ঠাকুর। বিভিন্ন মহিলার সঙ্গে তাকে রান্নার কাজে যেতে হয়। সেই কারনবশত সবাই তাকে সন্দেহ করছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি ভিত্তিহীন বলেও তার দাবি।

ফোর্টিন টাইমলাইন, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close