Panchayat Election : মনোনয়ন পর্বের তৃতীয় দিনে রক্তারক্তি কান্ড বাঁকুড়ায়

আরও পড়ুন

মনোনয়নপত্র জমা দিতে গিয়ে রক্তারক্তি কান্ড ঘটল বাঁকুড়ার সোনামুখীতে। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি-র ওপর হামলা করা হয় বলে অভিযোগ। তবে সেই অভিযোগগুলির ভিত্তিতে কোনও মন্তব্য করতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হতে না হতেই অশান্তি শুরু হয়ে গেছে। মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনের পর তৃতীয়ও দিনেও অশান্তির খবর পাওয়া গেল। বাঁকুড়ার সোনামুখীতে মনোনয়নপত্র জমা দিতে সোনামুখী বিডিও অফিসে যান স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। অভিযোগ, বিডিও অফিসে ঢোকার ঠিক আগেই তাদের ওপর তৃণমূল কর্মীরা চড়াও হয়। এমন ঘটনার জেরে ঘটনাস্থলে রক্তারক্তি কান্ড শুরু হয়ে যায়। ওই বিজেপি নেতার মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করে। শেষে মাথায় কাপড় বেঁধে স্থানীয় একটি হাসপাতালে যান তিনি। আরও কয়েকজন বিজেপি নেতা-কর্মীর আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে। তবে রাজ্যবাসী রক্তপাতহীন ভোট চাইছেন।

ফোর্টিন টাইমলাইন, বাঁকুড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close