Uttar Dinajpur : তৃণমূলে টিকিট না মেলায় যোগদান কংগ্রেসে !

আরও পড়ুন

দলের তরফে টিকিট না পাওয়ায় কংগ্রেস দলে যোগদান করলেন গোয়ালপোখর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সাম তাবরেজ ওরফে বাবু। মঙ্গলবার বিকেলে গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায় কংগ্রেসের পক্ষ থেকে এক যোগদান সভার আয়োজন করা হয়। সেই যোগদান সভায় গোয়ালপোখর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি কংগ্রেসে যোগদান করেন। তার হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তথা চাকুলিয়ার প্রাক্তণ বিধায়ক আলি ইমরান রমজ ওরফে ভিক্টর। যোগদানকারী যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সাম তাবরেজ ওরফে বাবুর অভিযোগ, দলের নেতা-কর্মীরা তাকে তৃণমূলের জেলা পরিষদে প্রার্থীপদের জন্য টিকিট দেওয়ার কথা ছিল। কিন্তু দল তাকে টিকিট না দেওয়ায় মঙ্গলবার কংগ্রেসে যোগদান করেন তিনি।

অন্যদিকে পাল্টা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ফিরোজ খানের দাবি, তিনি ব্লকের যুব সহ-সভাপতি থাকা সত্যেও দলের কাজে সক্রিয় ছিলেন না। মিটিং মিছিলে যেতেন না এবং তাকে তৃণমূলের কেউ কোনও জেলা পরিষদের টিকিটের জন্য আশ্বাস দেননি। তাছাড়া এই যোগদানে তৃণমূলের ওপর কোনও প্রভাব পড়বে না বলে তিনি জানিয়েছেন। যদিও এই যোগদানে অনেকটাই প্রভাব ফেলবে বলে মনে করছেন কংগ্রেসের নেতৃত্ব।

ফোর্টিন টাইমলাইন, গোয়ালপোখর, ইসলামপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close