পঞ্চায়েত ভোটের দামামা বাজতে না বাজতেই তৃণমূলে ভাঙ্গন শুরু হল। এবার তৃণমূলের ঘরে থাবা বসালো দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন যাবৎ তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। একদা প্রভাবশালী তৃণমূল নেতা লগিনদাস জেলবন্দি হওয়ার পরেও ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের প্রভাব ছিল অক্ষুন্ন। সেই ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ২০ জন আদি তৃণমূল কংগ্রেস নেতা মঙ্গলবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি-র সভাপতি স্বরূপ চৌধুরী ও চারজন সাধারণ সম্পাদক উপস্থিত এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরেই তৃণমূলের এই নেতারা বিজেপিতে যোগদান করেন। ভাটপাড়া অঞ্চলে পুরনো তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে নতুনরা যোগ্য সম্মান দিচ্ছে না এবং তাদের কোনও কথাই শুনছেন না নতুন নেতারা, সেই জন্যই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বলে জানিয়েছেন দলত্যাগী তৃণমূল নেতৃত্ব। সুকান্ত মজুমদারের দাবি, এই যোগদান-এর ফলে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের জয় আরও সুনিশ্চিত হল বিজেপি-র।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।