Uttar Dinajpur : চোপড়ার ঘটনায় ৬ তৃণমূল কংগ্রেস কর্মী গ্রেফতার

আরও পড়ুন

চোপড়ার কাঠারবাড়ি সংঘর্ষের ঘটনায় পুলিশ ছ’জন তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেফতার করল। ধৃত ছ’জনকে চোপড়া থানার পুলিশ ইসলামপুর মহকুমা আদালতে পেশ করেছে। ধৃতদের পরিবারের দাবি- পুলিশ মিথ্যা অভিযোগে তাদের গ্রেফতার করেছে। তারা চোপড়া বিডিও অফিস থেকে মনোনয়নপত্র জমা দিয়ে বাড়ি ফেরার পথে তাদের গ্রেফতার করেছে। বিজেপি নেতার দাবি তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীউদের দের দাপটে বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতেই পারেন নি। অনলাইন কিংবা মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেওয়ার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার চোপড়া ব্লক বিরোধী বামকংগ্রেস জোট মিছিল করে চোপড়া বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় বিরোধীদের তৃনমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতিরা হামলা চালায় বলে অভিযোগ। এই হামলার ঘটনায় ১২ জন বামকংগ্রেসের সমর্থক আহত হন।দু’জনের আঘাত গুরুতর থাকায় তাদের শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে। এই হামলার ঘটনায় পুলিশ ছয় তৃণমূল কংগ্রেস সমর্থককে গ্রেফতার করে। পুলিশ মিথ্যা অভিযোগে তাদের কর্মীদের গ্রেফতার করেছে। এই সংঘর্ষের ঘটনায় তারা কোনভাবেই জড়িত নয়। বিজেপির জেলা সম্পাদক সুবোধ সরকারের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষনার পর থেকেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতিরা বিডিও অফিস ঘিরে রেখেছিল। দুষ্কৃতীদের তান্ডবে বিরোধীরা কেউ মনোনয়নপত্র দাখিল করতেই যেতেই পারেন নি। বৃহস্পতিবার বামকংগ্রেসের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তাদের উপর হামলা চালানো হয়। একই ভাবে বিজেপি কর্মীদের উপরও হামলা চালানো হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ করে দেওয়ার দাবিতে বিজেপির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। অনলাইন বা মহকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, চোপড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close