শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বেঁধে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচি ব্লকের লালবাজারে। শুক্রবার রাতের এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে নিজের বাড়িতেই ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের ২৭৮ নম্বর বুথের সভাপতি খবির হোসেন মিয়াঁ। সেই সময় কিছু দুষ্কৃতী তার হাত-পা ও চোখ বেঁধে মারধর শুরু করে বলে অভিযোগ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপনকুমার গুহ-র। শনিবার সকালে এমন খবর চাউর হতেই লালবাজারের স্থানীয় বটতলা এলাকায় পথ অবরোধ শুরু করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। এই পথ অবরোধে নেতৃত্ব দেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতিও। এই অবরোধকে ঘিরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। তবে বিষয়টির ওপর নজর রাখছে সবকটি রাজনৈতিক দল-ই।
ফোর্টিন টাইমলাইন, শীতলকুচি, কোচবিহার।