Bankura : ফের ভয়াবহ দুর্ঘটনার কবলে মালগাড়ি

আরও পড়ুন

আবারও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল দুটি মালগাড়ি। দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে অন্য একটি চলন্ত মালগাড়ির। রবিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা স্টেশনে।

সূত্রের খবর, ওন্দা স্টেশনের লুপ লাইনে বিষ্ণুপুরের দিকে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। সেই সময় বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়া অন্য একটি মালগাড়ি সেই লুপ লাইনে ঢুকে পড়ে। এরপর দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে চলন্ত মাল গাড়িটি। মালগাড়ির গতি বেশি থাকায় তার ইঞ্জিন অপর মালগাড়িটির ওপর উঠে পড়ে। এমন ভয়াবহ সংঘর্ষের জেরে দুমড়ে-মুচড়ে যায় মালগাড়িটির একাধিক বগি। লাইনচ্যুতও হয়েছে দুই মালগাড়ির মোট ১২ টি বগি। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুই মালগাড়ির সংঘর্ষের জেরে প্রচণ্ড শব্দ হয় এদিন। স্থানীয়রাই ঘটনাস্থলে পৌঁছে মালগাড়ির ভিতরে আটকে পড়া চালককে উদ্ধার করেন। ঘটনায় মালগাড়ির এক চালক গুরুতরভাবে জখম হয়েছেন। দুর্ঘটনার জেরে ছিঁড়ে গিয়েছে ওভারহেড তার। যার জেরে আদ্রা-খড়্গপুর শাখায় রেলগাড়ি চলাচল ব্যাহত হয়েছে। দুর্ঘটনার পর বাতিল করা হয়েছে পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস রেলগাড়ি। আরও বেশ কিছু রেলগাড়ি বাতিল হতে পারে বলে খবর। দুর্ঘটনার পরেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় আদ্রা ডিভিশন ডিআরএম মণীশ কুমার-সহ স্থানীয় এলাকার পুলিশ। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফোর্টিন টাইমলাইন, বাঁকুড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close