দলের প্রতীক না পেয়ে বিজেপি দলের সহ-সভাপতির পদ ছাড়লেন বীণা ঝা। সোমবার উত্তর দিনাজপুরের প্রেস ক্লাবে এক সাংবাদিক সন্মেলনে একথা জানান, বিক্ষুব্ধ বিজেপি নেত্রী বীণা ঝা। বীনাদেবীর অভিযোগ, বিজেপি উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকারকে নিয়ে কটাক্ষ করে বলেন, বাসুদেববাবু এককভাবে দলকে পরিচালনা করছেন। দলে সদ্য যোগ দেওয়া মানস ঘোষকে দল টিকিট না দিলেও তারা কাছের লোকদের টিকিট দিয়েছেন। সাংসদ দেবশ্রী চৌধুরী এবং জেলা সভাপতির অনুমতি নিয়ে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছিলেন। দলের নির্দেশে তিনি প্রার্থী হলেও দল তাকে টিকিট না দেওয়ায় তিনি ক্ষুব্ধ, অভিমানিত। সেই ক্ষোভ-অভিমানে দলের সহ-সভাপতির পদ ছাড়লেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে তিনি জয়ী হলে বিজেপি দলকেই তিনি সমর্থন করবেন বলেও জানিয়েদিয়েছেন তিনি। তিনি সহ-সভাপতির পদ ছাড়লেও দল ছাড়েননি। বীণাদেবী দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার প্রসঙ্গে বিজেপি এনিয়ে কেউ মুখ খুলতে অরাজি।
উত্তর দিনাজপুর প্রেস ক্লাব থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।