Uttar Dinajpur : স্বামীর হয়ে ভোটের প্রচারে স্ত্রী দীপা

আরও পড়ুন

কালিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার নিজের স্বামী হিরণ্ময় সরকারের সমর্থনে ভোট প্রচার চালাচ্ছেন জোর কদমে। কালিয়াগঞ্জ ব্লকের ২৪ নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির আসন থেকে দাঁড়িয়েছেন হিরন্ময় সরকার। আগের বছর এই আসন থেকে জয়ী হন হিরণ্ময় সরকারের সহধর্মিনী দীপা সরকার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হন। পুরুষ সংরক্ষিত হওয়ায় দীপা সরকারের স্থানে দাঁড়ান তার স্বামী হিরণ্ময় সরকার। সোমবার বরুনা গ্রাম পঞ্চায়েতের মেদিনীপুর গ্রামে স্বামী হিরণ্ময় সরকারের সমর্থনে বাড়ি-বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার।

উল্লেখ্য, গত ৫ বছর এলাকার মানুষের জন্য কি কি উন্নয়ণ মূলক কাজ করেছে দীপা সরকার তা তুলে ধরেন ভোট প্রচারে গিয়ে গ্রামের মানুষদের কাছে। এলাকার উন্নয়ণ আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে তার স্বামী হিরণ্ময় সরকারকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করতে বলেন দীপা সরকার। এদিনের ভোট প্রচারের পাশাপাশি উপস্থিত ছিলেন ২৩ নম্বর জেলা পরিষদের তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য ও গ্রাম পঞ্চায়েতের প্রার্থী রবীন্দ্রনাথ সরকার।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close