নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পর পর ৮ গাড়িতে ধাক্কা মারল। কলকাতার এস পি মুখার্জি রোডে বুধবার বেলা পৌনে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। এই ঘটনায় বাসচালককে আটক করা হলেও বাসের খালাসি ও কনডাক্টর পলাতক।
সূত্রের খবর, যাত্রীবোঝাই বাসটি চারু মার্কেট থেকে এক্সাইডের দিকে যাচ্ছিল। সেই সময় টালিগঞ্জ থানার একটু আগে নিয়ন্ত্রণ হারায় বাসটি। সামনে থাকা পর পর আটটি গাড়িতে তখন সজোরে ধাক্কা মারে বাসটি। এর মধ্যে চার ও দু’চাকার গাড়িও ছিল। তবে বাসের ধাক্কায় কেউ গুরুতর আহত হননি। বাসের যাত্রীদেরও বড় ধরনের কোনও আঘাত লাগেনি। তবে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সকলেই। এই ঘটনায় বাসচালককে আটক করলেও খালাসি ও কনডাক্টরের খোঁজ চালাচ্ছে টালিগঞ্জ থানার পুলিশ। কি কারনে ঘটনাটি ঘটেছে তা নিয়েও খোঁজ খবর শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।