নির্বাচনী প্রচারে এসে দাঁতে ব্যথা নিয়ে অসুস্থ হলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তড়িঘড়ি ছুটে গেলেন ডাক্তার দেখাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
সূত্রের খবর, মঙ্গলবার বন্দে ভারত এক্সপ্রেসে মালদা এসে পৌঁছন ব্রাত্য বসু। ট্রেন থেকে নামতেই দাঁতে অসহ্য যন্ত্রণা অনুভব করেন। এরপর ছুটে যান মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসক তার দাঁতের পরীক্ষা করেন তাকে ওষুধ দেওয়া হয়েছে।
ফোর্টিন টাইমলাইন, মালদা।