Jalpaiguri : বিধানসভার ভোটের বিল বাকি সাড়ে ৩ কোটি, বেঁকে বসলেন ঠিকাদাররা

আরও পড়ুন

বিধানসভা নির্বাচনে কাজ করার পরেও বিলের মোটা অঙ্কের টাকা বকেয়া রয়েছে। আবার সরকারিভাবে সরবরাহ করা পানীয় জলের লাইনের রক্ষণাবেক্ষণের টাকাও বকেয়া রাখা হয়েছে। এই পরিস্থিতিতে দেখাশোনার কাজ বন্ধ করে ব্যনার পোস্টার নিয়ে আন্দোলনে নামল জেলা জনস্বাস্থ্য কারিগরি দফতরের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন।

সংগঠনের বক্তব্য- যতদিন পর্যন্ত তাদের বকেয়া টাকা মেটানো না হবে, ততদিন তারা জল এবং জলের লাইনের রক্ষণাবেক্ষণের জন্য কাজ বন্ধ রাখছেন। তবে বিশেষ কিছু জায়গাতে তারা এই বিষয়ে ছাড় দেবেন বলেও জানিয়েছেন।

এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে- বিগত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকার জায়গায় পানীয় জল সরবরাহ থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত জল, তাদের শৌচাগার তৈরি, রান্না ঘর তৈরির কাজ ছাড়াও স্ট্রংরুম এবং বুথ গুলিতেও প্রায় ১৫০ জন ঠিকাদার কাজ করেছিলেন টেন্ডারের মাধ্যমে। বিধানসভা নির্বাচন পার হয়ে যাওয়ার পরে ওই কাজের বিল করার বলা হলেও এখনও পর্যন্ত টাকা মেটানো হয়নি। বকেয়া টাকার পরিমাণ সব মিলিয়ে প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

অন্যদিকে সরকারিভাবে বিভিন্ন দফতর, আবাসন ছাড়াও একাধিক জায়গায় জল সরবরাহ করা হয়। যে কারনে সারা বছর ধরেই চলে রক্ষণাবেক্ষণের কাজ। জেলাজুড়ে এমন ১৩০ টি প্রজেক্ট কাজের বিল দেওয়া হচ্ছে না।

জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য্যের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close