ভোর রাত থেকেই বৃষ্টি। তারপরেও ভোটদানের ক্ষেত্রে বিন্দুমাত্র খামতি নেই জলপাইগুড়ির সদর-সহ অন্যান্য ব্লকের ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে। শুধু তাই নয়, সদর ব্লকের বজরাপাড়ার ২৩৮/২৩৯ নম্বর বুথে গত পঞ্চায়েত নির্বাচনে গোলমালের কারনে পুনরায় ভোট গ্রহণ করা হয়েছিল। সেই বুথেও শুক্রবার বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়েই ভোটারদের লম্বা লাইন দেখা যায় সকাল থেকেই। ভোটারদের অনেকেই জানিয়েছেন- সকাল সকাল ভোট কেন্দ্রে ভিড় কম থাকে। তাছাড়া গত নির্বাচনে এই কেন্দ্রেই দুপুরের দিকে গন্ডগোলের কারনে পুনরায় ভোট গ্রহণ করা হয়।
এই কেন্দ্রের ভোটার নৃপেন্দ্র নাথ বর্মন বলেন, গন্ডগোল এড়াতেই ভোট দিতে সকাল সকাল কেন্দ্রে এসেছেন তারা।
জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য্যের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।