Uttar Dinajpur : তৃণমূল বিধায়কের উপর হামলার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

আরও পড়ুন

চোপড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হামিদুল রহমানের উপর পুলিশি অত্যাচারের ঘটনার প্রতিবাদে বুধবার চোপড়ায় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল তৃণমূল কংগ্রেস। এই অবরোধের ফলে জাতীয় সড়কে ব্যাপক যান জটের সৃষ্টি হয়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছিল। দীর্ঘ একঘন্টা যাবত অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে অর্জুনা বেগমকে এবারের নির্বাচনে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ৪ নম্বর আসনে জয়ী হয়েছিলেন। তৃণমূল কংগ্রেস এবার তাকে প্রার্থী না করায় এবারের নির্বাচনে ওই আসনেই ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে মনোনীত করেন। মঙ্গলবার ভোট গণনায় বিধায়ক হামিদুল রহমান দলবল নিয়ে ইসলামপুর গননা কেন্দ্রে হাজিরা হয়ে ছিলেন। অন্য কেন্দ্র তার উপর দলীয় দের নিয়ে গননা কেন্দ্রে বানচাল করার চেষ্টার করায় পুলিশ চোপড়ার বিধায়ককে গননা কেন্দ্র থেকে সরে যাবার জন্য আবেদন করেন। পুলিশের আবেদনকে গুরুত্ব না দেওয়ায় পুলিশকে লাঠি চালাতে বাধ্য হন। পুলিশের লাঠির আঘাতেই আহত হন বিধায়ক হামিদুল রহমান সহ ১০/১২ জন তৃণমূল কংগ্রেস কর্মী। আহত বিধায়ককে ইসলামপুর মহকুমা হাসপাতাল আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বিধায়ক হামিদুল রহমানের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে চোপড়ার ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। দীর্ঘ একঘন্টা অবরোধ চলার পর পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার হয়।

উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close