Uttar Dinajpur : ভোট গণনায় কারচুপির অভিযোগে উত্তপ্ত রায়গঞ্জ পলিটেকনিক

আরও পড়ুন

ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে রায়গঞ্জ পলিটেকনিক কলেজ। রায়গঞ্জ পলিটেকনিক কলেজ তথা ভোট গণনা কেন্দ্রে বুধবার সকালে রায়গঞ্জ-এর সাংসদ দেবশ্রী চৌধুরী, বি জে পি-র জেলা সভাপতি বাসুদেব সরকার-সহ বেশ কিছু কর্মী সমর্থকরা ক্ষোভ উগরে দেন। কেন্দ্রীয় বাহিনীর বাধা অগ্রাহ্য করে গণনা কেন্দ্রর ভেতরে প্রবেশ করে টেবিল চেয়ার ভাঙচুর সহ রায়গঞ্জের বি ডিও শুভজিৎ মণ্ডল- এর ওপরেও চড়াও হন তারা। তাদের মূল অভিযোগ প্রতিটি গণনা কেন্দ্রে “ভোটলুঠ” হয়েছে। দেবশ্রী চৌধুরী জানান , এমনকি রায়গঞ্জ পঞ্চায়েত নির্বাচনের গণনা কেন্দ্রে গলায় আই কার্ড ঝুলিয়ে প্রবেশ করে রায়গঞ্জ পুরসভার তৃণমূল নেতা, কর্মীরাও।

অপর দিকে জেলা তৃণমূল কংগ্রেস -এর সাধারণ সম্পাদক সঞ্জয় মিত্র জানান কেন্দ্রীয় বাহিনী- র নিরাপত্তা উপেক্ষা করে যেভাবে বি জে পি নেতৃত্ব, সমর্থকরা ভেতরে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে তাতেই আবারও প্রমাণিত বাংলায় হিংসার রাজনীতি বি জে পি- ই করে।

পরবর্তীতে রায়গঞ্জের বি ডিও- কে চিকিৎসার জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। তিনি আহত এবং প্রায় চব্বিশ ঘণ্টা গণনার মাঝে থাকায় এই ঘটনায় তিনি আতঙ্কিত।

রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা। 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close