থানা ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের মামলায় পুলিশের হাতে বিজেপি প্রাক্তন শহর মন্ডল সভাপতি ভবানীচরণ সিংহ-কে গ্রেফতার করল কালিয়াগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় কালিয়াগঞ্জে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃত ভবানীচরণ সিংহকে বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাকে তিনদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।
সূত্রের খবর ,গত ২১ এপ্রিল কালিয়াগঞ্জ থানার গাংগুয়া গ্রামে রাজবংশী কিশোরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। রাজবংশী কিশোরীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে ২৫ এপ্রিল রাজবংশী সংগঠন সহ বেশ কয়েকটি সংগঠন একত্রিত হয়ে কালিয়াগঞ্জ থানায় বিক্ষোভ দেখাতে এলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। পুলিশকে মারধর-সহ কালিয়াগঞ্জ থানার একাংশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় ভবানীচরণ সিংহের নামে অভিযোগ হয়েছিল। ভবানীবাবু গ্রেফতার এড়াতে গাঢাকা দিয়েছিলেন। তিনি কালিয়াগঞ্জ শের ভান্ডার জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক। সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক হয়ে কিভাবে দীর্ঘদিন নিখোঁজ ছিলেন এনিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ বুধবার রাতে ভবানীবাবুকে গ্রেফতার করলেও প্রাথমিক শিক্ষা দফতরের কাছে এধরনের কোনও তথ্য পৌঁছয়নি। কালিয়াগঞ্জের অবর বিদ্যালয় পরিদর্শক-২ শীলা সাহাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি তার জানা নেই।সংবাদমাধ্যমের কাছে শিক্ষকের গ্রেফতারির কথা জানতে পারেন। তিনি বিষয়টিতে খোঁজখবর নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা দফতরে কাছে রিপোর্ট পাঠাবেন। জেলা শিক্ষাদফতরের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও শীলাদেবী জানিয়েছেন। গ্রেফতারি প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি ধৃত ভবানীবাবু।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্তের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।