পঞ্চায়েত নির্বাচন পার হয়ে গেলেও রায়গঞ্জ ব্লকের বিভিন্ন পাড়া-গাঁয়ে রুট মার্চ করছে পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী। রায়গঞ্জের ১১ নম্বর বীরঘই গ্রাম পঞ্চায়েতের তাহেরপুর, বাজিতপুর, মালঞ্চা গ্রামগুলিতে এমনই চিত্র দেখা গেল। ভোট পরবর্তী হিংসা বা সন্ত্রাস রুখতেই এই রুট মার্চ বলে ধারনা স্থানীয় বাসিন্দাদের। এই রুট মার্চে খুশি ওই এলাকার গ্রামবাসী। এক স্থানীয় বাসিন্দা হরি সেন জানান, নির্বাচন চলাকালীন বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলে ভাল হ’ত, তবে ভোট পরবর্তী সন্ত্রাস রুখতে এই পদক্ষেপ মনোবল বাড়াবে বলে মতামত এলাকাবাসীর।
গ্রামের সদ্য নির্বাচিত প্রার্থী কল্যাণ কুমার দাসও একই বক্তব্যের পুনরাবৃত্তি করেন। তিনি জানান, এই রুট মার্চ আরও কিছুদিন চললে সকলের পক্ষেই মঙ্গল।
রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।