Malda : পথ দুর্ঘটনায় চাঁচলে নিহত ২, আহত ১১

আরও পড়ুন

যাত্রীবোঝাই ভ্যাটোকে ধাক্কা মারার অভিযোগ উঠল মারুতি ভ্যানের বিরুদ্ধে। ঘটনায় নিহত ২ যাত্রী-সহ আহত হয়েছেন ১৩ জন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলের বীরস্থলী ৮১ নম্বর জাতীয় সড়কের ধারে। নিহত দু’জনের নাম তরিফুল আলি এবং সুজন আলি। দু’জনেই হরিশ্চন্দ্রপুর- ১ নম্বর ব্লকের কনুয়ার রামপুরের বাসিন্দা।

সূত্রের খবর, চাঁচলের রামপুর গ্রাম থেকে ভ্যাটোয় চেপে ১৩ জন পরিযায়ী শ্রমিক বেরিয়েছিলেন মুম্বই যাওয়ার জন্য কাজের উদ্দেশে। ৮১ নম্বর জাতীয় সড়কের বীরস্থলি এলাকায় সেই ভ্যাটোটি ইঞ্জিনে জল ভরছিল হঠাৎই পিছন দিক থেকে দ্রুতগতিতে আশা একটি মারুতি ভ্যান সেই ভ্যাটোকে ধাক্কা মারে। ওই ভ্যাটো থেকে ছিটকে পড়েন যাত্রীরা। এরপর স্থানীয়রা তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে চাঁচল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ১ জনকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। ঘাতক গাড়ি এবং চালককে আটক করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, চাঁচল, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close