দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হলেন বিজেপি কর্মী রাধিকা বর্মন। তার বাড়িতে গিয়ে তাকে এইমস-এ নিয়ে যাওয়ার ব্যাপারে পরিবারকে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, কোচবিহারের দিনহাটা গ্রামের ১-এর ৭/২৬২ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হন বিজেপি কর্মী রাধিকা বর্মন। এবিষয়ে মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, তিনি আহত রাধিকা বর্মনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তার পরিস্থিতি কেমন আছে তা জানতে তিনি সেখানে যান ৷ তাকে আরও উন্নত চিকিৎসার জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমস-এ নিয়ে যাওয়া হবে। মন্ত্রী নিশীথ প্রামাণিক গিয়েছিলেন নিহত বিজেপি কর্মী চিরঞ্জিত কার্যীর বাড়িতেও। তবে গুরুতর আহত ওই মানুষটি দ্রুত আরোগ্যলাভ করুন, চাইছেন কোচবিহারের মানুষ।
কোচবিহার থেকে চন্দন দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।