ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগ (World Hypertension League)-এর পরিচালনায় জীবন কৃতী সম্মান পেলেন কোচবিহারের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুভাষ সাহা। সংস্থার তরফে জানানো হয়েছে, চিকিৎসায় নতুন দিগন্ত এনে দিয়েছেন ডাক্তার সুভাষ সাহা। দেরাদুনে ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগ কমিটির প্রেসিডেন্ট ডাক্তার ভেঙ্কটেশ রাম তিনি ডাক্তার সুভাষ সাহাকে এই সম্মান তুলে দেন।পশ্চিমবঙ্গের অন্যতম চিকিৎসক হিসেবে কোচবিহারের বিশিষ্ট চিকিৎসক সুভাষ সাহাকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে৷
কোচবিহার থেকে চন্দন দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।