পুজো করার সময় পিছন থেকে ছেলের বঁটির কোপে খুন হলেন বাবা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার দত্তপুকুর থানার বামনগাছিতে। এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, নিহত ওই ব্যক্তির নাম রঘুনাথ শিকদার, বয়স ৫৫ বছর। বাড়ি দত্তপুকুরের ছোট জাগুলি পঞ্চায়েতের মালিয়াপুর-দাসপাড়া এলাকায়। মঙ্গলবার সকালে পুজো করার সময় তার ছেলে হৃদয় শিকদার পিছন থেকে তাকে বঁটি দিয়ে তার ঘাড়ে কোপ মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এর পর খবর দেওয়া হয় দত্তপুকুর থানায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্মরত চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন।
এক স্থানীয় বাসিন্দার দাবি, রঘুনাথবাবুর ছেলেটি টাকা-পয়সার জন্য বাড়িতে মাঝেমাঝেই অশান্তি করত। নেশা করেও বাড়িতে ঢুকতো মাঝে-মধ্যেই। আগে ছেলেটা ভাল ছিল। কিন্তু নেশার খপ্পরে পড়ে এমন হয়ে গিয়েছে। তবে আর একজনের দাবি, ছেলেটি অনেক দিন যাবৎ মানসিকভবে অসুস্থ ছিল। ওর চিকিৎসা হচ্ছিল। তবে ছেলেটি যে এমন একটি কাজ করে বসবে তা কেউ ভাবতেই পারেননি।
ফোর্টিন টাইমলাইন, উত্তর ২৪ পরগণা।