Cooch Behar : তৃণমূল প্রার্থীর বাড়ি ভাঙচুর, অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে

আরও পড়ুন

তৃণমূল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে। এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে।

সূত্রের খবর, শুক্রবার রাতে ভেটাগুড়িতে দিনহাটা ১ নম্বর ব্লকের তৃণমূলের ৩৯ নম্বর আসনের পঞ্চায়েত সমিতির প্রার্থী রাজীব কুমার বর্মন। গভীর রাতে তার বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, প্রথমে বাড়ির বাইরে থাকা বৈদ্যুতিক খুঁটির লাইট, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে দুষ্কৃতীরা। এরপর বাড়ির চারিদিকে থাকা টিনের বেড়া ভাঙচুর করে। এছাড়াও অকথ্য ভাষায় গালিগালাজ করে সেখান থেকে চলে যায় দুষ্কৃতীরা। ওই তৃণমূল প্রার্থীর অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই ঘটনাটি ঘটিয়েছে। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছেন তিনি।

অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পুরো ঘটনাটি ভিত্তিহীন বলে দাবি করেছে তারা। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। যার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

ফোর্টিন টাইমলাইন, ভেটাগুড়ি, দিনহাটা, কোচবিহার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close