গতকাল ২৫ এপ্রিল,রবিবার ছিল বিশ্ব বিখ্যাত গায়ক, অনুগামীদের চোখের মণি অরিজিৎ সিং-এর জন্মদিন। পুরো দেশ জুড়ে অরিজিৎ-এর ভক্তরা ছড়িয়ে রয়েছে। দেশের বিভিন্ন স্থানে তাঁর অনুগামীরা তাঁর জন্মদিন বিভিন্নভাবে উদযাপন করেছেন। বিগত কয়েক বছরের মধ্যেই অরিজিৎ সিং-এর সাফল্য শুধু পুরো ভারতেই নয় গোটা বিশ্বেও ছড়িয়ে পড়েছে। তাঁর ভক্তদের মধ্যে শুধুমাত্র সাধারণ মানুষেরাই নয়, রয়েছেন বিভিন্ন বিশ্ব বিখ্যাত তারকারাও। তাদের মধ্যে একজন হলেন বিখ্যাত অভিনেতা আমির খান।
একদিকে অরিজিৎ সিং ও অপরদিকে রয়েছেন আমির খান। তাঁরা নিজ নিজ ক্ষেত্রে দু’জনেই সেরা। অরিজিৎ-এর যেমন সারা বিশ্ব জুড়ে ভক্তরা রয়েছেন ঠিক তেমনই আমির খানেরও গোটা বিশ্বে ভক্তরা রয়েছেন। কিন্তু, অরিজিৎ-এর ভক্তদের তালিকায় শীর্ষে রয়েছেন আমির খান। অরিজিৎ সিং-এর গানের অন্ধ ভক্ত আমির।
সূত্রের খবর, কোভিড কালে একটি ফান্ড রাইজারের ব্যবস্থা করেছিলেন অরিজিৎ এবং আমির। অরিজিৎ গান গেয়েছিলেন ও আমির দাবা খেলছিলেন। সেখানেই তিনি অরিজিৎকে একটি গান করার অনুরোধ করেন। সেই মুহূর্তেই, আমির খান তাঁর অনেক প্রশংসা করতে শুরু করেন। তিনি আরও বলেন, আমির বহুবার অরিজিৎ-এর লাইভ কনসার্ট দেখেছেন এবং সেই কন্সার্টে আর কোনও দিকে না তাকিয়ে তিনি গিয়ে সোজা মঞ্চের সামনে গিয়ে চেয়ারে বসে পড়েন। সেখানে আমির বসে মুগ্ধ হয়ে অরিজিৎ-এর গান শোনেন।
অরিজিৎ সিং বরাবরই সাধাসিধে। তাঁর দেশের বাড়ি জিয়াগঞ্জেই তিনি এখন রয়েছেন। সাম্প্রতিক কালে, অরিজিৎ-এর একটি ছবি খুব ভাইরাল হয়েছে। অন্যান্য, বাবা-মায়ের মতো অরিজিৎ তাঁর ছেলেকে বহরমপুরের স্কুলে নিয়ে এসেছেন। তখন তিনি কোনো গায়ক নন ,বাকি অভিভাবকদের মতনই লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তাঁর সঙ্গে তাঁর পোশাকেও ছাপোষা। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী। অরিজিৎ এতটাই সাধাসিধে যে ছোট থেকে বড় সবাই তাঁর ভক্ত হয়ে যায়। তেমনই আমির খানও তাঁর সেইরকম ভক্ত।