Uttar Dinajpur : রায়গঞ্জের নতুন প্রজন্মের আড্ডাস্থল রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম!

আরও পড়ুন

রায়গঞ্জের বর্তমান জেন ওয়াই-এর নতুন আড্ডাস্থল হয়ে উঠেছে রায়গঞ্জ রেল স্টেশনের ২ নম্বর প্লাটফর্মের পার্শ্ববর্তী জায়গা। সকাল থেকে দুপুর পর্যন্ত সেই জায়গায় বসে বিভিন্ন শাক সবজি, মাছ, মাংসের দোকান। কিন্তু বিকেল নামতে না নামতেই সেখানে বসে হ্যাম, বার্গার-সহ বিভিন্ন ফাস্ট ফুডের দোকান। আর তারই পাশাপাশি মাঝ বয়সীদের আড্ডা চলে। সব বয়সীরই মানুষ এখানে থাকলেও নতুন প্রজন্মের ছেলে-মেয়েদেরই এখানে বেশি দেখা যায়। কেউ টিউশন পড়ে ফেরার পথে, কেউ বা কলেজ পড়ুয়া বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা মারে। আবার কেউ শরীর সুস্থ রাখতে হাঁটতে এসে দাঁড়িয়ে জিরিয়ে নেন সেখানে। রাত প্রায় ১০টা পর্যন্ত এই ভিড় লক্ষ্য করা যায়। আড্ডা মারতে আসা এক মাঝ বয়সী যুবক গৌরব মণ্ডল জানান- এখানে প্রায়শই তারা আসেন কারন এখন এই এলাকার পরিবেশ আগের চেয়ে অনেক ভালো। ফাস্ট ফুডের অনেক দোকানও রয়েছে।

এবিষয়ে সায়শ্রী ভৌমিক জানান- স্টেশন চত্বরের তন্দুর চা খেতে এসে তাদের এখানে আড্ডা শুরু হয়। ধীরে ধীরে এটাই তাদের আড্ডাস্থল হয়ে উঠেছে। স্টেশন চত্বরের চারদিকে এখন বাতিস্তম্ভ হওয়ায় ছেলে-মেয়ে নির্বিশেষে এখানে আড্ডা দেয়।

জেন ওয়াই-এর এক তরুণ তুর্কি তুষার ভৌমিক সেই জায়গাতেই সদ্য গড়ে নিয়েছেন নিজের ফাস্ট ফুডের দোকান। স্বাবলম্বী হওয়ার পথে এই জায়গাটি তার পছন্দ। বাইরে থেকে ক্রেতা আসে আবার তাদের আড্ডার পাশাপাশি ব্যবসাতেও শ্রীবৃদ্ধি হয় বলে তিনি জানিয়েছেন।

পক্ষে-বিপক্ষে যাই মত থাকুক রায়গঞ্জ ২ নম্বর প্ল্যাটফর্ম শুধু জেন ওয়াই-এর আড্ডাস্থলই নয়, অনেকের উপার্জনের রাস্তাও খুলে দিচ্ছে সেটা নির্দ্বিধায় বলা যায়।

রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close