কমলালেবু কিংবা বাতাবিলেবু নয়, পুষ্টিগুণে সমৃদ্ধ মাল্টা চাষ করেই লক্ষী লাভ হচ্ছে ফটিক দেবশর্মার। অন্যান্য চাষাবাদ ছেড়ে পাঁচ বছর যাবৎ বাগিচা ফসল মালটা চাষ করে চলছেন উত্তর দিনাজপুরের গোয়ালগাঁও-এর চাষি ফটিকবাবু। ইউটিউবে মালটা চাষের পদ্ধতি দেখে নিজের দু’বিঘা জমিতে ২০০ টিরও বেশি মাল্টার গাছ লাগিয়েছিলেন তিনি। গত ২০১৯ সালে লাগানো সেই মাল্টার গাছে এবছর ৪ গুণ ফল ফলেছে। এই মাল্টা বিক্রি করেই এখন লক্ষ লক্ষ টাকা উপার্জনের স্বপ্ন দেখছেন ফটিক বাবু। তিনি বলেন, কৃষিকাজে খরচ বেশি ও পরিশ্রমও অনেক বেশি। তাই কৃষিকাজ ছেড়ে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ৫০০ টি মাল্টা গাছ লাগান তিনি। ফটিকবাবু আরও বলেন, ‘শ্রম ও বিশ্বাস এদুটি মিলিয়েই সাফল্য এসেছে। এবছর দু’হাজার কেজি মাল্টা উৎপাদন হবে বলে আশা করছেন। ফটিক বাবু জানান, এই মালটা চাষে তার প্রথম অবস্থায় খরচ পড়েছিল ৩০ থেকে ৪০ হাজার টাকার মতো। তবে এখন সেগুলি বিক্রি করলে তিনি লাখের উপর রোজগার করবেন বলে আশা করছেন। এই মালটা বিক্রি করেই এখন লাখপতি হওয়ার স্বপ্ন দেখছেন ফটিক দেবশর্মা।
রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।