Uttar Dinajpur : ট্রেনের মডেল গড়া হ’ল বীরনগর জি এস এফ পি স্কুলের ক্লাস রুম

আরও পড়ুন

জেলার মধ্যে নজর কাড়ল রায়গঞ্জ চক্রের বীরনগর প্রাইমারি স্কুল। ছাত্র-ছাত্রীদের কাছে পড়াশুনা আকর্ষনীয় করে তুলতে বীরনগর জি এস এফ পি স্কুলের ক্লাস রুমকে ট্রেনের মডেলে তৈরি করা হল। জেলার মধ্যে প্রথম এই বিদ্যালয়ে এই উদ্যোগ নেওয়া হল। যেই সময় সরকারি বিদ্যালয় ছেড়ে অভিভাবকরা ভালো পঠনপাঠন-সহ পরিবেশের লক্ষ্যে বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছেন সেই সময় দৃষ্টান্ত স্থাপন করল এই বিদ্যালয়টি। স্বল্প পরিসরে নির্মল বিদ্যালয় পুরস্কার-সহ ময়লা ফেলার ডাস্টবিন, পানীয় জল সবেরই ব্যবস্থা ছিলই তারই মধ্যে যোগ হল নতুন পালক। আনন্দমুখর পরিবেশে পড়াশুনা যখন লক্ষ্য তখন এই পদক্ষেপ সত্যিই নজিরবিহীন।

মঙ্গলবার এই ক্লাস রুমের ফিতে কেটে উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্যামশ্রী ঘোষ- সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, রায়গঞ্জ পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর-এর প্রশাসক সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ সার্কেলের শিক্ষাবন্ধু সঞ্চিতা মজুমদার, পার্শ্ববর্তী উপেন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব সাহা প্রমুখ। এরকম একটি পরিবেশে পঠন পাঠন হবে জেনে খুশি পড়ুয়ারাও।

বিদ্যালয়ের সহ-শিক্ষক নিমাই সিংহ রায় জানান- প্রতি বছর সরকারি বরাদ্দ থেকে চেষ্টা করেন বিদ্যালয়ে নতুনত্ব কিছু করার, ছাত্র ছাত্রীদের কাছে ট্রেন আগাগোড়াই আকর্ষণীয় তাই এবার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রায়গঞ্জ পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর-এর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান- সদিচ্ছা থাকলে যে প্রতিকূলতার মধ্যেও কাজ করা যায় তা প্রমাণ করেছে এই বিদ্যালয়টি।

রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close