চিকিৎসার গাফিলতির ফলে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালে। অভিযোগ, রোগীর অবস্থা বারংবার খারাপ জানানো সত্ত্বেও সেরকম কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যার জেরে পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করেন।
সূত্রের খবর, নিহতের নাম বাসন্তী মহান্ত, বয়স ৬৫ বছর। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের দিওর গ্রামপঞ্চায়েতের দিলপছন্নর বাসিন্দা তিনি। রবিবার বিকেলে জ্বর নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। পরিবারের দাবি, সোমবার সন্ধ্যা নাগাদ মারা যান বাসন্তীদেবী। তবে আগে থেকেই তার শরীর যে খারাপ হচ্ছে তা বোঝা যাচ্ছিল। সেখানে স্বাস্থ্যকর্মীদেরও সেই কথা জানানো হয়। কিন্তু তাদের কথার কেউ গুরুত্ব দেননি বলে অভিযোগ পরিবারের। কার্যত বিনা চিকিৎসায় বাসন্তীদেবী মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে দাবি বাড়ির লোকজনের। এরপরই রাতে হাসপাতালে ভিড় জমান রোগীর আত্মীয়রা। অভিযোগ, ডাক্তার, নার্সদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। পরে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ গাফিলতির অভিযোগ পেলে খতিয়ে দেখবে বলে জানিয়েছে।
ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।