শুরু হল ২০১৪ সালের বঞ্চিত উচ্চ প্রাথমিকে চাকরি প্রার্থীদের কালীঘাট অভিযান। দীর্ঘ ৯ বছর যাবৎ বঞ্চিত রয়েছেন তারা। নাম রয়েছে কিন্তু নিয়োগ হচ্ছে না এমনটাই চাকরিপ্রার্থীদের বক্তব্য। দু’বার ইন্টারভিউ-এর পরেও এখনো পর্যন্ত প্যানেল প্রকাশ করা হয়নি। বিভিন্ন জায়গায় তারা দাবির কথা বলেছেন । অথচ কোনরকম সুরাহা হয়নি। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার বৃহস্পতিবার কালীঘাট অভিযান করেন। হাজরা এলাকার যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে আসতেই তাদের পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে তাদের বচসা শুরু হয়। তৈরি হয় ধাক্কাধাক্কির পরিস্থিতি। বেশ কয়েকজনকে পুলিশ আটক করে।
বেশ কিছুপ্রতিবাদী মেট্রো স্টেশনের ভেতরে চলে যান। একজন অসুস্থ হয়ে পড়েন চাকরি-প্রার্থীদের মধ্যে। পুলিশের তরফ থেকে কোনও সহায়তা না করলেও রেল পুলিশের তরফ থেকে ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন হাসপাতালে।
কলকাতার যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।