Uttar Dinajpur : নেশার সামগ্রী স্প্রে করে লক্ষাধিক টাকার চুরি ইটাহারে

আরও পড়ুন

ঘরে ঢুকে নেশার সামগ্রী স্প্রে করে গৃহস্তের বাড়ির আলমারি ভেঙে লক্ষাধিক টাকার চুরি ইটাহারে। শনিবার সকালে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়াল ইটাহারের আলগ্রাম এলাকায়। এদিন সকালে ঘুম থেকে উঠে বিষয়টি নজরে আসে আলগ্রাম গ্রামের বাসিন্দা সামসুল হোসেন-সহ তার পরিবারের সদস্যদের।

সূত্রের খবর, সামসুল হোসেন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে শুক্রবার রাতে নিত্যদিনের মত শুয়ে পড়েন। এরপর সকালে উঠে দেখেন, ওই ঘরের আলমারির তালা ভাঙা এবং জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পরে আছে। মালিকের স্ত্রীর দাবি, রাতে সময় মত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলেন তারা। সেই সুযোগে চোর ভোর রাতে ছাদ দিয়ে বাড়িতে ঢুকে। তারপর নাকে কিছু নেশার জিনিস স্প্রে করে অচৈতন্য করে আলমারিতে থাকা প্রায় কয়েক লক্ষাধিক টাকার জিনিস নিয়ে গেছে। তাদের বাড়ির ছাদে গেট নেই। চোর ঘরের আলমারিতে থাকা প্রায় চার ভরি সোনা, রুপা প্রায় কুড়ি হাজার টাকার ও নগদ প্রায় ২৫ হাজার টাকা-সহ দুটি মোবাইল ফোন চুরি করে পালিয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় আলগ্রাম এলাকায়। সামসুল হোসেনের পরিবারের পক্ষ থেকে ইটাহার থানায় চুরির ঘটনার লিখিত অভিযোগ জানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ। ইটাহার থানার বিভিন্ন এলাকায় মাঝে মধ্যে এই চুরির ঘটনায় কার্যত উদ্বিগ্ন ইটাহার থানার সাধারণ মানুষ।

ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close