Kolkata : মুজফ্‌ফর আহমেদ স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠিত

আরও পড়ুন

মুজফ্‌ফর আহমেদ স্মৃতি পুরস্কার ২০২৩-এর পুরস্কার দেওয়া হয়েছে ‘লেফটওয়ার্ড’ প্রকাশিত ‘দ্য পলিটিক্যাল মার্কস: ইজাজ আহমেদ ইন কনভার্সেসন উইথ বিজয় প্রসাদ’ এবং গাঙচিল প্রকাশিত ড. জয়ন্ত দাসের লেখা ‘বিবর্তন: আদি যুদ্ধ, আদি প্রেম’ বই দুটিকে। শনিবার ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমরেড মুজফ্‌ফর আহমেদের ১৩৫তম জন্মদিবস উপলক্ষে কলকাতার মহাজাতি সদনে আয়োজিত অনুষ্ঠানে বই দু’টির জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসু, পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য সূর্য মিশ্র-সহ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।

মুজফ্‌ফর আহমেদ স্মৃতি পুরস্কার কমিটির সভাপতি শ্রীদীপ ভট্টাচার্য এদিন এই পুরস্কার প্রসঙ্গে বলেন- বাংলা ও ইংরেজিতে অনেকগুলি ভালো মানের বই এবার পুরস্কার কমিটির কাছে এসেছিল। এর মধ্যে তারা এই দু’টি বইকে পুরস্কৃত করার জন্য বেছে নিয়েছেন। ইংরেজি বই ‘দ্য পলিটিক্যাল মার্কস: ইজাজ আহমেদ ইন কনভার্সেসন উইথ বিজয় প্রসাদ’-এ মার্কসবাদী চিন্তাবিদ ইজাজ আহমেদ সাংবাদিক ও ইতিহাসবিদ বিজয় প্রসাদের সঙ্গে আলোচনায় স্বল্প পরিসরে ‘জার্মান আইডিওলজি’, ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’, ‘দ্য এইট্টিনথ ব্রুমেয়ার অব ল্যুই বোনাপার্ট’ এবং ‘সিভিল ওয়ার ইন ফ্রান্স’ শীর্ষক নিবন্ধগুলি নিয়ে আলোচনা করেছেন এদিনের প্রাসঙ্গিকতায়।

বাংলায় ড. জয়ন্ত দাসের লেখা ‘বিবর্তন: আদি যুদ্ধ, আদি প্রেম’ বইটিতে ডারউইনের বিবর্তনবাদের তত্ত্বের কথা সহজবোধ্যভাবে বলা হয়েছে। যা যুগে যুগে বিজ্ঞানের গতিধারাকে পুষ্ট করেছে এবং প্রকৃতি ও মানবসমাজকে বুঝতে আজও সাহায্য করে। বর্তমান সময়ে ডারউইনের এই বিবর্তনবাদও প্রতিক্রিয়াশীলদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে। ভারতে যারা যুক্তিবাদ-বিরোধী ও বিজ্ঞান চেতনার প্রসারের বিরোধী, তারা এই তত্ত্বকে আক্রমণ করছে। সমকালীন এই পরিপ্রেক্ষিতে বাংলা ও ইংরেজিতে লেখা বই দু’টিকে মুজফ্‌ফর আহমেদ স্মৃতি পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে।

এদিনের অনুষ্ঠানে ‘বিবর্তন: আদি যুদ্ধ, আদি প্রেম’ বইটির লেখক ড. জয়ন্ত দাসকে মানপত্র তুলে দেন বিমান বসু। পুষ্পস্তবক দিয়েছেন শ্রীদীপ ভট্টাচার্য। উত্তরীয় প্রদান করেন মহম্মদ সেলিম। পুরস্কারের অর্থ তুলে দেন সূর্যকান্ত মিশ্র। অন্যদিকে, অপর বইটির প্রকাশক ‘লেফটওয়ার্ড’-এর প্রতিনিধি শাহিদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন বিমান বসু।

কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close