AFC Cup: বদলাচ্ছে ম্যাচের সময়!

মোহনবাগানের আবেদনেই এএফসি বদলাতে চলেছে ম্যাচের সময়। জানা গেছে, বিকাল ৫ টা এবং রাত ৯ টা থেকে শুরু হতে পারে খেলা

আরও পড়ুন

এশিয়ান ফুটবল কনফেডারেশন(AFC) কাপের ম্যাচের সময় পরিবর্তন করে বিকেল ৫টা আর রাত ৯টা থেকে হতে চলেছে। জানা গেছে, এক দিকে বিকেল ৫ টায় এএফসি কাপের মূলপর্বে প্রথম দুটো ম্যাচ গোকুলাম আর বসুন্ধরার বিরুদ্ধে মোহনবাগান মাঠে নামবে। অপরদিকে, রাত ৯টায় গ্রুপের শেষ ম্যাচ মালদ্বীপের মাজিয়া এস অ্যান্ড আরসি’র বিরুদ্ধে হুগো বুমোসরা মাঠে নামবে। জানা গিয়েছে, সরকারিভাবে কিছুদিনের মধ্যে এএফসি ম্যাচের সময় জানিয়ে দেবে।

এএফসি কাপের মূলপর্বে ওঠার সঙ্গে এএফসির তরফ থেকে ম্যাচের সূচি প্রকাশের সময় জানানো হয়। সূত্রের খবর, গোকুলাম, বসুন্ধরা এবং মাজিয়া এস অ্যান্ড আরসির বিরুদ্ধে তিনটে ম্যাচেই মোহনবাগানকে খেলতে হবে দুপুর ২টো থেকে। মে মাসে দুপুর ২ টোর সময় যুবভারতীতে খেলা হবে জানতে পেরে রীতিমতো আঁতকে ওঠেন মোহনবাগান দলের ফুটবলাররা।
জানা যায়, গত শনিবার মোহনবাগানের বার্ষিক সাধারণ সভাতে সদস্যরা কয়েকটি প্রশ্ন তোলেন। মে মাসে দুপুর ২টোয় ম্যাচ খেলা কতটা যুক্তিসঙ্গত? এর উত্তরে বার্ষিক সাধারণ সভার মঞ্চে দাঁড়িয়ে সচিব দেবাশিস দত্ত বলেন, “দুপুর ২টোয় ম্যাচ খেলা অত্যন্ত অবৈজ্ঞানিক। ক্লাব থেকে অবশ্যই ম্যাচের সময় পরিবর্তন নিয়ে এএফসির সঙ্গে কথা বলা হবে।”
ফলে, এএফসির কাছে দুপুর ২টোর বদলে ম্যাচের সময় বিকেল ৫টা আর রাত ৯টা করতে চাওয়ার আবেদন করেছে মোহনবাগান। মোহনবাগান এবং এএফসির মধ্যে আলোচনায় বোঝা গেছে ম্যাচের সময় পরিবর্তন হওয়ার সম্ভাবনাই বেশি। সূত্রের খবর, বেসরকারিভাবে মোহনবাগান দলের কর্তাদের সেরকমই ইঙ্গিত দিয়েছে এএফসি। তারপরেই এএফসি কাপের ম্যাচের নতুন সময় নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গেও আলোচনায় বসেন কর্তারা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close